জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা-এর মুহতামিম ও শাইখুল হাদীস, বেফাক মহাসচিব, মাসিক নেয়ামত-এর সম্পাদক হযরত মাওলানা আব্দুল কুদ্দুছ দা. বা. এর তাকরীরে তিরমিযীর বাংলা সংস্করণ প্রকাশিত হয়েছে। তিরমিযী প্রথম খণ্ডের এ ব্যাখ্যাগ্রন্থটি দুই খণ্ডে সমাপ্ত হয়েছে। তাকরীরে তিরমিযীতে যে সকল হাদীসের ওপর আলোচনা করা হয়েছে সে সকল হাদীস এরাব ও তরজমাসহ উল্লেখ করা হয়েছে। দুর্বোধ্য ও জটিল বাক্যের পরিবর্তে অনুবাদের ক্ষেত্রে সহজ-সরল ও সাবলীল বাক্য ব্যবহার করা হয়েছে। ফলে তা সকলের সুখপাঠ্য হবে বলে আশা করি।
Tk.
6120
3672
Tk.
250
172
Tk.
300
279
Tk.
320
192
Tk.
200
110
Tk.
160
117
Tk.
400
300