একটি উন্নত জাতি গঠনের প্রথম শর্ত হলো শিক্ষা। শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। মানুষ জন্মেই মানুষ নয়। এ সমাজের বিভিন্ন পর্যায় তাকে মানুষ হতে সাহায্য করে। তবে অন্যতম প্রধান মাধ্যম হলো শিক্ষা। জাতীয় শিক্ষানীতি ২০১০ আলোকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত নতুন সিলেবাস অনুযায়ী সৃজনশীল ধারায় পাঠসূচি অন্তর্ভুক্ত করে। সেই পাঠসূচি অনুসরণ পূর্বক অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায়, সময়ের চাহিদা মোতাবেক সাম্প্রতিক তথ্য উপাত্ত সংযোজন করে সমাজকর্ম ১ম ও ২য় পত্র বইটি রচনা করা হয়েছে। এখানে প্রতিটি অধ্যায়ে ঘঈঞই কর্তৃক নির্দেশিত পাঠ পরিকল্পনা ও বিষয়বস্তু প্রস্তুত করা হয়েছে এবং প্রতিটি অধ্যায়ের শেষে বহুনির্বাচনী (গঈছ) ও সৃজনশীল প্রশ্ন সংযোজিত হয়েছে। যাতে শিক্ষার্থীরা সহজে পাঠের বিষয় আয়ত্ব করতে পারে। তবে ঘঈঞই এর বাধ্যবাধকতা থাকায় সকল বিষয়কে বিস্তারিতভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি। বর্তমানে আমরা তথ্যপ্রযুক্তির সাথে পরিচিত ও অভ্যস্ত হয়ে উঠছি। সেকারণে পুরাতন ধ্যান ধারণার পরিবর্তন ঘটছে। ফলে উচ্চ মাধ্যমিক শ্রেণির বইটি সমাজ কল্যাণের পরিবর্তে সমাজকর্ম নামটি যুগোপযোগী। সারা বিশ্বে বিষয়টি পেশাদার সমাজকর্ম হিসেবে স্বীকৃত ও সমাদৃত। সমাজকর্ম সমাজের নানা অসঙ্গতি ও অসামঞ্জস্য দূর করে, সমাস্যাগ্রস্থ মানুষকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করছে। আমি আশা করি সময়ের সংকট মোকাবিলা করতে এবং শিক্ষার্থীদের সমসাময়িক মেধা ও মনন সমৃদ্ধ করে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে অবদান রাখবে। পাঠ্যপুস্তকটি রচনার ক্ষেত্রে বহুলাংশে আমার সহকর্মীবৃন্দ উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগীতা করেছেন; এজন্য তাদের নিকট আমি কৃতজ্ঞ। বইটি রচনার ক্ষেত্রে অন্যান্য লেখকদের বইয়ের সাহায্য গ্রহণ করেছি; তাদের নিকট ঋণী। এছাড়াও আমি তথ্য উপাত্ত সংগ্রহ করতে বেশীরভাগে ক্ষেত্রে ইন্টারনেটের সাহায্য গ্রহণ করেছি। তবে বিশেষভাবে যার নামটি বলতে চাই আমার বিভাগের ছোট ভাই ড. জহুরুল হক, সে প্রশ্নপত্র প্রণয়ন, পরিমার্জন ও বর্ধিত সংস্করণে গুরত্বপূর্ণ অবদান রেখেছে, তার কাছে আমি ঋণী। আমি সর্বাত্মক চেষ্টা করেছি নির্ভুলভাবে সঠিক তথ্য উপাত্ত সংযোজনের। যদি অনিচ্ছাকৃত কিছু ভুল-ভ্রান্তি হয়ে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। তবে বইটি মানোন্নয়নে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সাদরে গ্রহণ করব। পরিশেষে পাঠ্য পুস্তকটি পূনঃমুদ্রণ, পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ প্রকাশে বাহবার পাবলিকেশন্স-এর স্বত্বাধিকারী জনাব আহছান উল্যাহ-এর নিকট আমি কৃতজ্ঞ। তবে এই পরিবর্তিত ও পরিমার্জিত সংস্করণ যাদের উদ্দেশ্যে সেই ¯েœহের প্রাণ প্রিয় ছাত্রছাত্রীদের কাছে বইটি পৌঁছে দিতে পারলে আমার প্রচেষ্টা সার্থক হবো। বিনীত ড. বিমল কুমার বিশ্বাস and ড. জহুরুল হক
Tk.
220
121
Tk.
150
125
Tk.
65
52
Tk.
300
117
Tk.
90
81