+880 1521-203767
(Whatsapp,
Imo,
Viber)
বাংলা ভাষায় অন্য ভাষার শব্দ আমদানির পক্ষে ছিলেন রবীন্দ্রনাথ, খুব আন্তরিকতার সাথে সচেতনভাবে। অন্যান্য ভাষার শব্দের মতো তিনি আরবি শব্দও ব্যবহার করেছেন স্বতঃস্ফূর্ত মুনশিয়ানায়।জোর করে কোনো আরবি শব্দ তিনি প্রবেশও করাননি, আবার প্রয়োজন মুহূর্তে এড়িয়েও যাননি। আরবি শব্দ ব্যবহারের ক্ষেত্রেও রবীন্দ্রপ্রতিভা অনন্যতায় নন্দিত।রবীন্দ্রসাহিত্যে কেমন ছিল আরবি শব্দের ব্যবহার? বইটি পড়লে জানা যাবে তার আদ্যোপান্ত।