আল মুহাদ্দিসাত বহুলচর্চিত একটা বই। তাও সংক্ষেপে বলা যাক। ক্যাম্ব্রিজ ইসলামিক কলেজের ডিন ড. আকরাম নদভি ইসলামের ইতিহাসে সংরক্ষিত নারী স্কলারদের একটা চরিতাভিধান রচনার কাজ শুরু করেন ১৯৯৫ সালে। ২০২১ সালে ৪৩ খণ্ডে এই চরিতাভিধান প্রকাশিত হয়,‘আল ওয়াফা বি আসমাইন নিসা’ নামে। এই চরিতাভিধানে প্রায় ১০ হাজার নারী স্কলারের জীবন ও কাজ সংকলন করেন তিনি। এর আগে ২০০৭ সালে,এই চরিতাভিধানের ভূমিকা অংশটা ‘আল মুহাদ্দিসাত’ নামে আলাদা বই আকারে প্রকাশিত হয়। বইটাতে আকরাম নদভি তার এই চরিতাভিধানের প্রধান প্রধান ফাইন্ডিংস,তত্ত্ব,তথ্য ও আনুষাঙ্গিক অন্যান্য বিষয় নিয়া আলাপ করেন। এই ভূমিকা অংশটিরে বলা যায় চরিতাভিধানটার জিস্ট বা সারমর্ম। ২০০৭ সালে প্রকাশিত এই ভূমিকা অংশটাই এখন আমাদের তর্জমায় প্রকাশিত হইতেছে ‘দরবারে কেতাব’ থেকে। অনুবাদের পাশাপাশি,বইটার প্রায় সব অধ্যায়েই বেশকিছু টিকা যুক্ত করা হইসে। এসব টীকায় সাধারণত বইয়ের বিভিন্ন তথ্য,রেফারেন্স,আরবি টেক্সটের অনুবাদ ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন ভুল সংশোধন করা হইছে। পাশাপাশি,কোথাও কোথাও লেখকের উপস্থাপিত তথ্যের ব্যাপারে কিছু ব্যাখ্যামূলক পর্যালোচনাও হাজির করার চেষ্টা করা হইসে।
Tk.
600
330
Tk.
275
248
Tk.
250
155
Tk.
90
43
Tk.
180
110
Tk.
240
156
Tk.
300
246
Tk.
560
420
Tk.
1300
975
Tk.
720
439